• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারি টাকায় সবধরনের বিদেশ সফর বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ৯ নভেম্বর ২০২২

আপডেট: ২২:২৯, ৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সরকারি টাকায় সবধরনের বিদেশ সফর বন্ধ

সরকারি টাকায় কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর স্থগিত করে পরিপত্র জারি করেছে অর্থমন্ত্রণালয়। বুধবার (৯ নভেম্বর)  অর্থমন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানা গেছে।   

পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় প্রেক্ষাপটে সকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সকাল প্রকার বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নেও সকল প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিম্নেবর্ণিত উদ্দেশ্যে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুরোদনেরক্রমে বিদেশ ভ্রমণ করা যাবেঃ 

(ক) বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগী/ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশীপ/ফেলোশীপ-এর আওয়ারধীন মাস্টার্স ও পিএইচ কোর্সে অধ্যায়ন; এবং  

(খ) বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ/সেমিনার-এ অংশগ্রহণ।

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন: