• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালতে সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত: ১৬:২১, ১৩ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:৪৯, ১৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আদালতে সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় এ মামলা করে পুলিশ।

রবিবার (১৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে উপস্থিত হয়ে তিনি এ সাক্ষ্য দেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ ১০ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলার আসামিরা হলেন, সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

২০১৫ সালের ৩ আগস্ট ‍পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করে। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সাল থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময়ে আসামিরা পরস্পর যোগসাজসে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।

আরও পড়ুন: 

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2