হুন্ডিতে রেমিট্যান্স পাঠালে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা

বুধবার (১৬ নভম্বের) কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক বার্তায় জানিয়েছে, হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে এর সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদশে ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। তাই অবৈধভাবে রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকবে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে বৈদেশিক মুদ্রা প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন। এতে আপনার প্রিয়জন যেমন নিরাপদ থাকবে তেমনি আপনিও দেশ গড়ায় অংশ নিতে পারবেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: