• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৮ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও  বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু'র সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আলাদা আলাদাভাবে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি ও সফর বিনিময়, বাংলাদেশের চলমান উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে এদেশের দারিদ্র্য নিরসনের পাশাপাশি সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। দেশের গ্রামাঞ্চলে শহরের সুবিধাসমূহ বিস্তৃত হয়েছে। এসময়, আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নেপালকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুইদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময়, দক্ষিণ এশিয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেপাল অব্যাহতভাবে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত। 

সৌজন্য সাক্ষাতকালে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, নেপাল বাংলাদেশের খুবই ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় নেপাল আমাদের পাশে দাড়িয়েছিল। বাংলাদেশ-নেপালের সংসদীয় সম্পর্ক আরও বৃদ্ধি করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতায় আরও জোরালো ভূমিকা রাখতে পারে। নেপালের সাথে আমাদের সাংস্কৃতিক ও পরিবেশগত অনেক মিল রয়েছে, দুদেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানী ও রফতানী বৃদ্ধি করা যেতে পারে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, গত ৩০-৪০ বছরে বাংলাদেশের অনেক উন্নতি সাধিত হয়েছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি সারাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুইদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময়, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেপাল অব্যাহতভাবে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত।

বিভি/এইচকে/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2