• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৬:৪২, ২৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবা কার্যক্রম শুরু

শুরু হলো দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এখানে ১৪ টি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা হাসাপাতালে রোগী দেখা শুরু করেছেন।

হাসপাতালটিতে জেনারেল শিশু, অবস অ্যান্ড গাইনি, অফথালমোলজি, বক্ষব্যাধি, নিউরোলজি, নেফ্রোলজি (কিডনি), ইউরোলজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি (থোরাসিক সার্জারিসহ), সার্জিক্যাল অনকোলজি, অর্থপেডিক্স অ্যান্ড ট্রমা, হেপাটোলজি (লিভার), গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি বিভাগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রোগীরা সেবা নিতে পারবেন। এই সেবা কার্যক্রম শুরুর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল দেশের চিকিৎসা সেবা কার্যক্রম। 

উদ্বোধনী কার্যক্রমের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সহ সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন। 

বিভি/এসআই

মন্তব্য করুন: