• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এবার দাম বাড়লো গ্যাসের

প্রকাশিত: ১৩:২২, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এবার দাম বাড়লো গ্যাসের

বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার দাম বাড়লো গ্যাসের। তবে আবাসিকখাতে পূর্বের দাম বহাল থাকবে। এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে শিল্প ও বাণিজ্যিক খাতে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি মন্ত্রণালয়। ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে। তবে আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম বাড়েনি, এসব খাতে গ্যাসের দাম আগের মতোই রাখা হয়েছে। দাম বেড়েছে শিল্প ও বাণিজ্যিক খাতে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুতখাতে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। আর শিল্পখাতে ১৬ টাকার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

তবে প্রজ্ঞাপনে আবাসিক গ্রাহকদের এক চুলার দাম আগের মতোই ৯৯০ টাকাই রাখা হয়েছে। একইভাবে দুই চুলার দাম ১০৮০ টাকাই আছে। সিএনজিতেও প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দামও আগের মতো প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সাই আছে।

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন: