• NEWS PORTAL

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ঢাকা-বেইজিং ফ্লাইট যোগাযোগ বাড়বে ফেব্রুয়ারি থেকে: চীনের রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৯:০৩, ২১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১১:৫৬, ২১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ঢাকা-বেইজিং ফ্লাইট যোগাযোগ বাড়বে ফেব্রুয়ারি থেকে: চীনের রাষ্ট্রদূত

ঢাকায় নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চায়না সরকারের ঘোষিত নতুন নীতি অনুসারে আগামী ফ্রেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ থেকে চীনে ফ্লাইট চলাচলের সংখ্যা বাড়বে, চীনে যাতায়াত আরও সহজ হবে।
  
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে চায়না নববর্ষের বসন্ত বরণ উৎসব-২০২৩ এ এসব বলেন চীনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, বিশাল সম্ভাবনা ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতসহ বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার দ্বার ক্রমেই উন্মুক্ত ও বিস্তৃত হচ্ছে। ‘আসুন আত্মবিশ্বাস ও সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য হাত মেলাই এবং চীন-বাংলাদেশ দৃঢ় ও স্থির সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করি’-বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
  
তিনি বলেন, ‘চায়না নতুন বছর হলো একতা ও সহযোগিতার উৎসব। একতা চায়না সমাজে গভীরভাবে প্রোথিত। সেকারণে কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চায়নারা একতার ওপর গুরুত্ব দিয়ে থাকে।’

যৌথভাবে চায়না দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই-অ্যাবকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, কূটনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, বরং মানুষে মানুষে তথা জনগণ পর্যায়ে সম্পর্ক হলে তা দীর্ঘস্থায়ী ও টেকসই হয়। সে আলোকেই বাংলাদেশ-চীন বন্ধুত্বমূলক সম্পর্ক ও সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণ পর্যায়ের সম্পর্ক কূটনৈতিক সম্পর্কের চেয়ে পুরোনো এবং ঐতিহাসিক। 

অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমাদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাহাবুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2