• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেলায় কত টাকার বই বিক্রি হয়েছে, জানালো আয়োজক কমিটি

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মেলায় কত টাকার বই বিক্রি হয়েছে, জানালো আয়োজক কমিটি

দেখতে দেখতে শেষ হলো এবারের অমর একুশে বইমেলা। গতকাল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বাংলা একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। 

তবে এই সংখ্যাকেও প্রকৃত চিত্র বলছেন না তিনি। মুজাহিদুল ইসলাম জানান, ৪৭ কোটিই মূল সংখ্যা নয়, কেননা অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।

দর্শনার্থীর সংখ্যা জানাতে গিয়ে  মুজাহিদুল ইসলাম জানান, আর্চওয়ে হিসাব অনুযায়ী- এ বছর বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন। যদিও প্রকৃত সংখ্যা নিরুপণ করা যায়নি।

বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী- ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2