• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গণভবনে চায়ের আমন্ত্রনকে অর্থহীন ও নিদারুন রসিকতা : ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ১৪:৪৪, ২৭ জানুয়ারি ২০১৯

আপডেট: ১৪:৪৪, ২৭ জানুয়ারি ২০১৯

ফন্ট সাইজ
গণভবনে চায়ের আমন্ত্রনকে অর্থহীন ও নিদারুন রসিকতা : ঐক্যফ্রন্ট

নির্বাচন বাতিলের দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রনকে অর্থহীন ও নিদারুন রসিকতা মনে করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, নির্বাচনে ভোট ডাকাতি এবং অত্যাচার-নির্যাতনের মধ্যে চায়ের দাওয়াত যোগ দেয়া নেতা-কর্মীদের অবমাননার শামিল। নির্বাচনের আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দুদফা সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পর ভোট ডাকাতির প্রতিবাদে ফলাফল প্রত্যাত্থান করে পুননির্বাচনের দাবি তাদের। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন পুননির্বাচনের দাবি জানিয়ে আবারো সংলাপের আহবান জানান। এমন পরিস্থিতিতে ২ ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রন জানিয়ে শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের পরিবর্তের চায়ের এমন আমন্ত্রনকে রসিকতা বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা: জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতা নেতা মেজর অব্সরপ্রাপ্ত হাফিজউদ্দীন আহমদের জানান, দাওয়াতে সাড়া দেয়া- না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপি বিশদল ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর। তবে, তিনি দাওয়াতে না যাওয়ার পক্ষে।

মন্তব্য করুন: