• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুক্রবারই ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদফতর

প্রকাশিত: ১২:৪৯, ১৯ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
শুক্রবারই ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদফতর

পুরোনো ছবি

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আবহাওয়া অফিস। প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন দিয়ে থাকে আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত চাঁদের স্থানাংক প্রতিবেদন

সংস্থাটির দেওয়া তথ্য উপাত্য অনুযায়ী ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে। 

তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলাভিশনকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায় সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল বা ২৯ রমজানে চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩ দিন) হয়ে যাচ্ছে। সেদিন চঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা নাও পড়তে পারে। 

নিচের তালিকায় জেনে নিন কোন জেলায় কখন চাঁদ দেখা যাবে কখন কোথায় চাঁদ দেখা যাবে জানালো আবহাওয়া অফিস

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2