• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফুটস্টেপসের নেতৃত্বে ঢাকার কেন্দ্রস্থলে মৃত খাল পুনরুজ্জীবিত

প্রকাশিত: ১৮:৩৮, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফুটস্টেপসের নেতৃত্বে ঢাকার কেন্দ্রস্থলে মৃত খাল পুনরুজ্জীবিত

ফুটস্টেপস বাংলাদেশ ‘চলো খাল বাঁচাই’ ক্যাম্পেইনের আওতায় ঢাকার আদাবরের রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে। এ উদ্যোগে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১৮০ জন স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করে প্রায় ২ কিলোমিটার দূষিত খাল পরিষ্কার করা হয়। স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি অংশীদারদের সহযোগিতায় এই উদ্যোগ ঢাকার অবহেলিত এলাকায় পরিবেশগত সচেতনতা এবং টেকসই ব্যবস্থাপনার পথে অগ্রগতি ঘটিয়েছে।

দীর্ঘদিন ধরে আবর্জনা ও বিষাক্ত পচা দূষণে বন্ধ হয়ে যাওয়া রামচন্দ্রপুর খাল তার মূল নিষ্কাশন কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। ‘চলো খাল বাঁচাই’ ক্যাম্পেইনের আওতায় ১৫০ পরিচ্ছন্নতাকর্মী এবং ১৮০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে দুই কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে, যার ফলে পানির প্রবাহ ও পরিবেশগত অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

পরিষ্কার কার্যক্রমের পর স্থানীয়রা স্থানীয় একটি এনজিওর সহায়তায় ভেঙে পড়া বাঁশের সাঁকো মেরামত করেছে, ফুটপাত রঙ করা হয়েছে, বর্জ্য ফেলার প্রবণতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখছে।

ফুটস্টেপস বাংলাদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করে বর্জ্য ব্যবস্থাপনার কাঠামো উন্নয়নে একত্রে কাজ করেছে। 

ফুটস্টেপস বাংলাদেশের সভাপতি শাহ রাফায়াত বলেন, “সম্প্রদায়নির্ভর উদ্যোগের শক্তিকে অবমূল্যায়ন করবেন না। রামচন্দ্রপুর খালের রূপান্তর প্রমাণ করে, যদি মানুষ একত্র হয়, তারা অসাধ্যকেও সম্ভব করতে পারে।”

ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি, ফাসবির এসকান্দার বলেন, “যখন ধারণা, দৃষ্টি এবং বাস্তবায়ন একত্রে জনগণের অংশগ্রহণের সঙ্গে মিলে যায়, তখন প্রকৃত পরিবর্তন ঘটে। প্রথমে অনেকে সংশয় প্রকাশ করলেও, স্থানীয় জনগণের বিশ্বাস ও সম্পৃক্ততা এই প্রকল্পকে বাস্তব করেছে।”

সংগঠনের প্রধান কর্মসূচি কর্মকর্তা ইব্রাহিম দাউদ আবির বলেন, “এই উদ্যোগের দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং কেন্দ্রীভূত সেপটিক সিস্টেমে বিনিয়োগ অত্যন্ত জরুরি। একইসাথে, নাগরিকদের সচেতনতা বাড়ানো এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার চর্চা তৈরি করাও প্রয়োজন। আমরা আশাবাদী, বেসরকারি খাত, যথাযথ অবকাঠামো ও সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততায় রামচন্দ্রপুর খাল ঢাকার পরিবেশ পুনরুদ্ধারের একটি রোল মডেল হয়ে উঠবে।”

‘চলো খাল বাঁচাই’ ফুটস্টেপস বাংলাদেশের একটি পরিবেশবাদী উদ্যোগ, যার লক্ষ্য ঢাকা শহরের মৃত বা দূষিত খাল পুনরুদ্ধার করা। এটি সরাসরি অ্যাকশন, সম্প্রদায় সম্পৃক্ততা এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জল ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2