• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি সাদা সিংহের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি সাদা সিংহের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাদা রঙের একটি সিংহের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাদা রঙের একটি সিংহের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে সিংহটির মৃত্যু হয়েছে বলে ধারণা পার্ক কর্তৃপক্ষের।

বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে পার্কের কোর সাফারির সিংহ বেষ্টনিতে প্রতিদিনের মতো খাবার দিতে গেলে পাঁচটি সিংহের মধ্যে চারটি সিংহ  খাবার খেতে আসলেও একটি আসেনি।

সেখানে ওই সিংহটির নিথর দেহ দেখা যায়। পরে সাফারি পার্কে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে সিংহটির মৃত্য নিশ্চিত করেন। 

তবে আট নয় বছর বয়সে মারা যাওয়া সিংহটির মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি পার্ক কর্তৃপক্ষ। 

সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিলো; তাই হিডস্টোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে। 

সাফারি পার্কে ১৩টি সিংহের মধ্যে দু’টি সাদা সিংহ ছিলো। এর মধ্যে এই সিংহটির মৃত্যুর পর এখন মাত্র একটি সাদা সিংহ রয়েছে। 

 

বিভি/এমএমএফ/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2