দিনাজপুরে সন্ধান মিললো মহাবিপন্ন বনখেজুর গাছের

ছবি: সংগৃহীত
দিনাজপুরে সন্ধান মিলেছে মহাবিপন্ন বনখেজুর গাছের। বিশেষজ্ঞরা বলছেন- কাণ্ডবিহীন এ খেজুর গাছ তিন জাতের হয়ে থাকে। যা বাংলাদেশের তিন ধরনের শালবনে পাওয়া যায়। এর আগে ঢাকা ও ময়মনসিংহ এলাকায় এ গাছের দেখা মিললেও দিনাজপুরে এটিই প্রথম। বিপন্ন এ উদ্ভিদ সংরক্ষণে উদ্যেগ নিয়েছে বন কর্তৃপক্ষ।
দিনাজপুরের কালিয়াগঞ্জের শালবনে এইভাবেই থোকায় থোকায় ধরে আছে বনখেজুর। ফলটি কাঁচা অবস্থায় লাল হলেও পাঁকলে দেখায় জাম রঙয়ের। যা দেখতে প্রতিদিন ভিড় করেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ।
সংরক্ষণের জন্য গাছগুলো পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিশেষজ্ঞসহ বন বিভাগ।
বিপন্ন এ খেজুর গাছের বৈজ্ঞানিক নাম ফিনিক্স অ্যাকাউলিস। মিষ্টি ও সুস্বাদু এই খেজুর।
বিভি/এআই
মন্তব্য করুন: