আসিফ নজরুলে প্রচুর ছেলে মানুষী আছে !
আসিফ ভাই নিজে রান্না করছেন আমার মা-বাবার জন্য
বিভিন্ন কারণে আসিফ নজরুল ভাই আমার পছন্দের মানুষ। আমি তাঁর টক শো তেমন দেখি নাই, লেখাও যে খুব পড়েছি তা না। তবে যা পড়েছি তার মধ্যে একটা স্বাভাবিক মমতা টের পাওয়া যায়। বিশেষ করে তাঁর 'উধাও' উপন্যাসটা আমার খুব ভালো লাগছিল।
কিন্তু মানুষ হিসাবে তাঁকে আমার পছন্দ অন্য কারণে। তিনি উপদেষ্টা হওয়ার বহু আগে থেকেই বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় এবং নাম করা মানুষ ছিলেন। ব্যস্ত মানুষও ছিলেন, তবু নতুন যে কারো লেখালেখির খোঁজ নিতেন খুব আগ্রহের সাথে। আমার সাথে যোগাযোগ ও আমার একটা গল্পের মাধ্যমে হইছে। শীলা আমার গল্প পড়ে উনাকে বলছিলো আমাকে জানাইতে যে লেখাটা ভালো হইছে।
উনি খুব অ্যাপ্রোচেবল একজন মানুষ ছিলেন বরাবর। আমার মনে আছে আমি আর কিছু বন্ধু মিলে কোভিডের সময়টা নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছিলাম। এই বিষয়ে আমরা আসিফ ভাইয়ের একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম, সেই লক ডাউনেও উনি এক কথায় রাজি হইছেন। আমাকে চিনলেও আমার ফিল্মমেকার বন্ধুদের কাউকেই চিনতেন না, কিন্তু সব রকম ভাবে উনি হেল্প করছেন ওদেরকে।
আমার আব্বা আম্মা যখন দেশে গেছেন, ওদেরকে নিজের বাসায় দাওয়াত শুধু না, শীলা, আসিফ ভাই দুইজন নিজে রান্না করছেন ওদের জন্য।
তাঁর মধ্যে প্রচুর ছেলেমানুষী নিশ্চয়ই আছে। উপদেষ্টা হওয়ার পর উনার অনেক সিদ্ধান্ত বা কাজের পদ্ধতি আমার ভালো লাগে নাই। সেইগুলা নিয়ে আমি বলিও। কিন্তু একটা মানুষ জেনুইন কিনা, সেটা কিন্তু কোন না কোনভাবে টের পাওয়া যায়। আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং এই দেশের মানুষদের প্রতি উনার ভালোবাসা সত্যিকারের...
মন্তব্য করুন: