• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনীতির শিষ্টাচার, শিষ্টাচারের রাজনীতি—দু’য়েরই যেন নির্বাসন ঘটেছে

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫৬, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজনীতির শিষ্টাচার, শিষ্টাচারের রাজনীতি—দু’য়েরই যেন নির্বাসন ঘটেছে

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

রাজনীতির শিষ্টাচার কিংবা শিষ্টাচারের রাজনীতি—দু‘য়েরই যেন নির্বাসন ঘটেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার গণধিকৃত রাজনৈতিক সংগঠনের কারণে। ৩৬ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি রোধে সমাজের বৈষম্যের সকল স্তরে সংস্কারের প্রত্যাশা ছিল; আশা ছিল শিষ্টাচারে, ভাষায় ও নীতিতে আসবে পরিমার্জন। কিন্তু বর্ষপূর্তির আগেই জাতি আবারও হতাশ হয়েছে।

শিষ্টাচারের অভাব এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষত চিহ্ন হয়ে উঠছে। কারণ, উৎকৃষ্ট শিক্ষার প্রকৃত মানদণ্ড—শিষ্টাচার। তা যদি অশালীনতা ও ঔদ্ধত্যে পর্যবসিত হয়, তবে আমরা কী ধরনের সমাজ নির্মাণ করতে চলেছি?

জুলাই গণ-অভ্যুত্থানের খণ্ডকালীন যোদ্ধারা যদি অশোভন ভাষা ও অহংকারকে শিষ্টাচারের মানদণ্ডে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যান, তবে বহুমাত্রিক গণতন্ত্র কেবল স্বপ্নই থেকে যাবে।

ভিন্নমতের প্রতি সহনশীলতা নয়, যদি প্রতিহিংসাই হয়ে ওঠে নতুন নীতি—তবে শালীনতা ও ভদ্রতার ভাষা এক সময় প্রতিশোধের আগুনে রূপ নিতেই বাধ্য। ভদ্রতা যদি দুর্বলতা মনে করা হয়, তবে কঠিন প্রতিউত্তরই ভবিতব্য।

লেখক: সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদ

(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নিবে না।)

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2