• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিভা বিকশিত হতে সময় দিতে হয়

ফাহমিদুল হক

প্রকাশিত: ১৩:৪৪, ১৩ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৩৩, ১৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
প্রতিভা বিকশিত হতে সময় দিতে হয়

লিটন দাস, সৌম্য সরকার, মিঠুন আর নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন। এদের মধ্যে লিটন আর শান্ত নিজেদের প্রমাণ করে ফেলেছেন, অনেক সময় লেগেছে অবশ্য। কিন্তু গত দেড় বছর লিটন আর আধা বছর শান্তর ওপর সওয়ার হয়েছে টিম। তাদের হাত ধরে এসেছে বেশ কটি সাফল্য।
আপনার যদি জানা থাকে কারো মধ্যে প্রতিভা আছে, তবে তাকে সময় দিতে হয়, বিকশিত হতে।
অস্থির দর্শকের অবশ্য এত বিবেচনার সময় নাই। তাদের দাবি প্রতি ম্যাচে সবাই লারা-এমব্রোসের মতো খেলবে।

 

ওদের গড় নিয়ে এখনো ট্রাল হয়। ওরা বেশি সময় নিয়েছে বলেই গড় কম। সামনে বাড়বে আশা করা যায়। মুশফিকের ক্যারিয়োরের শুরুতে খুব কম স্কোর করতো। এখনও তার গড় তামিম সাকিবের চেয়ে কম। বাংলাদেশের মতো দলের অত নির্দয় হলে চলবে না। দর্শকদের একাংশ এখন দাবি করছে তামিম মুশফিককে বাদ দিতে। তামিম স্বেচ্ছায় আর মুশফিককে বাধ্য হয়ে টিটোয়েন্টি থেকে অবসর নিয়েই ফেলেছে। টেস্ট ওয়ানডেতে তারা এখনও অপরিহার্য়। কিছু দর্শক টিটোয়েন্টি দিয়ে ওয়ানডে আর টেস্টের বিচার করে। ওয়ানডের গত দুই বছরের হিসাব নিলে মুশফিক আর তামিম শীর্ষ তিনে থাকবে।
অবশ্যই ক্রিকেট কাঠামো নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। একটা স্পোর্টসে উন্নয়নশীল অবস্থায় খেলেয়াড়দের পারফরমেন্সের চাইতে প্ল্যানিং ও ব্যবস্থাপনায় যারা থাকেন, তাদের ভূমিকা একটু বেশিই প্রভাব ফেলে।

মন্তব্য করুন: