• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তিনি (ভিডিও)

প্রকাশিত: ১৭:৪০, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:০৯, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বিশ্বের সবচেয়ে লম্বা নারী তিনি (ভিডিও)

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারীর খেতাব এখন তুরস্কের ২৪ বছর বয়সী রুমেইসা গেলগির দখলে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর উচ্চতা সাত ফুট ০.৭ ইঞ্চি। এ নিয়ে দ্বিতীয়বার তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাংলেন। এর আগে ২০১৪ সালে ১৮ বছর বয়সে সবচেয়ে লম্বা জীবিত কিশোরীর রেকর্ড ভেঙেছিলেন তিনি।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রুমেইসা গেলগি’র একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, "ভিন্ন হওয়া খারাপ নয়। এটি আপনাকে এমন কিছু দিতে পারে যা আপনি কল্পনাও করেননি।"

ভিডিওতে গেলগি বলেন "আমি স্কোলিওসিসের মতো কিছু মারাত্মক শারীরিক রোগ নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, যে বেশিরভাগ সময়ই হুইলচেয়ার এবং ওয়াকারে আবদ্ধ থাকে।" 

আরও পড়ুন:
বিয়ের অনুষ্ঠানে খাবার না পেয়ে ফটোগ্রাফারের কাণ্ড
সৈকতে বারবার ভেসে আসে জুতা পরা কাটা পা! 

১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ, বলছে গবেষণা

তিনি আরও বলেন, আমি যতোদূর জানি তুরস্কে আমিই এই রোগের প্রথম রোগী।

ইতিমধ্যে ভিডিওটি সোস্যাল মিডিয়ায় তিন লাখের বেশি ভিউ হয়েছে। নেটিজেনরা গেলগিকে তাঁর অবিশ্বাস্য যাত্রার প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, "তিনি অনুপ্রেরণাদায়ক এবং আশ্চর্যজনক"

অন্য একজন লিখেছেন, বাহ। আশ্চর্যজনক গল্প।

একজন লিখেছেন আপনাকে আশীর্বাদ করছি, গেলগি। আপনার অব্যাহত স্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি। 

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত পুরুষের রেকর্ডটিও একজন তুর্কীর দখলে। তিনি হলেন সুলতান কোসেন। তাঁর উচ্চতা ৮ ফুট। তাঁর এই অস্বাভাবিক উচ্চতার কারণ ব্রেইন টিউমার।

সূত্রঃ এনডিটিভি

বিভি/এএন

মন্তব্য করুন: