• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আইইবিতে ‘মানসম্মত কারিগরি নকশা ও নিরাপদ ভবন নির্মাণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:৪০, ৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৪:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
আইইবিতে ‘মানসম্মত কারিগরি নকশা ও নিরাপদ ভবন নির্মাণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মানসম্মত কারিগরি নকশা প্রণয়ন ও তদানুযায়ী নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য শনিবার (০৩ সেপ্টেম্বর ) প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আইইবিতে শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে দিনব্যাপী “মানসম্মত কারিগরি নকশা ও তদানুযায়ী নিরাপদ ভবন নির্মাণ” শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

কর্মশালায় সভাপতিত্ত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার,  মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।  

আয়োজনে বক্তারা মানসম্মত কারিগরি নকশা ও নিরাপদ ভবন নির্মাণে বিভিন্ন বিষয়ে প্রকৌশলীদের করনীয় সম্পর্কে আলোকপাত করেন। 

এলজিইডি এর প্রধান প্রকৌশলী শেখ মো: মহসিন,আইইবির সাবেক প্রেসিডেন্ট কবির আহমেদ, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতিসহ  সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মরত সংশ্লিষ্ট বিষয়ের প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদবৃন্দ।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: