হাসপাতালে বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ
সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর অবস্থা উন্নতির দিকে। পেশাজীবীদের এ নেতাকে শুক্রবার (১ আগস্ট) বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে।
এদিন সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি কাদের গনি চৌধুরী শয্যা পাশেও কিছু সময় কাটান।
এছাড়াও কাদের গনি চৌধুরীকে দেখতে আসেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এমতাজ হোসেন, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান মিন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরফাতুর রহমান আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মিডিয়া) রফিকুল ইসলাম পান্না, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা: শেখ ফরহাদ, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দীন শিকদার, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী বাবু, মোরসালিন নোমানী, খুরশীদ আলম, আবুল কালাম, নিজাম উদ্দিন, মোশাররফ হোসেন, আল আমিন, লায়ন আল আমিন, রফিক লিটন, জিয়াউর রহমান, হাফিজুর রহমান শফিক, মেহেদী হাসান, রিমন মাহফুজ, আবদুল হালিম, রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন , মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এম-ট্যাব কেন্দ্রীয় সংসদ এর নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের সভাপতি একে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি খাজা মাঈনুদ্দিন মন্জু, সহ-সভাপতি এ কে এম সাইদুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দীন খান তুষার, যুগ্ম-মহাসচিব মামুনুর রশিদ মামুন, এস এম আব্দুল বাকী শিশির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক এমাদুল হক, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য রতন ইসলাম রানা, মোঃ ইকরামুল ইসলাম, আবু সাঈদ, নার্সেস এসোসিয়েশনের সুজন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: