• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান ঋতুপর্ণা

আক্তারুজ্জামান

প্রকাশিত: ১২:২১, ৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান ঋতুপর্ণা

ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান ঋতুপর্ণা

সুবীর নন্দীর ‘একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।’ এই গানের মতোই মেঘবরণ কেশের পাহাড়ি মেয়ে ঋতুপর্ণা চাকমা। দেশের নারী ফুটবল জাগরণে যারা অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম নাম এই ঋতুপর্ণা।

বাংলাভিশনের ফটো গ্যালারিতে আজ ঠাঁই পেয়েছে সাফের ইতিহাসগড়া শিরোপা জয়ী দলের উইঙ্গার ঋতুপর্ণা।

রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা ২০০৩ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

ফুটবল মাঠে লেফটব্যাক ও লেফট উইং—দুই পজিশনেই খেলতে পারেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণার জেঠিমা নিলোবানু চাকমা ভারতীয় বাংলা সিনেমার ভক্ত। ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের নামানুসারেই রাখা হয় এই নাম।

চার বোনের মধ্যে চতুর্থ ঋতুপর্ণা। টানা চতুর্থবার মেয়ে হওয়ায় বাবা-মা একটু মন খারাপ করেছিলেন।

খেলাধুলার বাইরে নিজের সংস্কৃতির পোশাক পরতেই ভালোবাসেন ঋতু। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অনুভূতি

প্রিমিয়ার লিগে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। সতীর্থ সুমাইয়ার সঙ্গে

আর্জেন্টিনা ও মেসির একনিষ্ঠ ভক্ত ঋতুপর্ণা

জয় কিংবা পরাজয় কিছুই যেন কাড়তে পারে না ঋতুর মুখের হাসি

মাকে ঘিরেই তার জীবন ও স্বপ্ন। ২০১৫ সালে বাবা জবাসী চাকমা মারা গেছেন ক্যান্সারে।

ঋতুপর্ণা ২০১২ সালে স্থানীয় মগাছড়ি স্কুলের হয়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে প্রথম অংশ নেন। খেলেন পরের বছরও।

ঋতুপর্ণার একমাত্র ভাই পার্বণ চাকমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গত জুন মাসে। পুরো পরিবার যেন পার্বনকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়ে।

ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান বিকেএসপির উচ্চমাধ্যমিকের ছাত্রী ঋতুপর্ণা।

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত