ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান ঋতুপর্ণা

ফুটবল দিয়েই নিজের ও পরিবারের সব দুঃখ ভুলতে চান ঋতুপর্ণা
সুবীর নন্দীর ‘একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।’ এই গানের মতোই মেঘবরণ কেশের পাহাড়ি মেয়ে ঋতুপর্ণা চাকমা। দেশের নারী ফুটবল জাগরণে যারা অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম নাম এই ঋতুপর্ণা।
বাংলাভিশনের ফটো গ্যালারিতে আজ ঠাঁই পেয়েছে সাফের ইতিহাসগড়া শিরোপা জয়ী দলের উইঙ্গার ঋতুপর্ণা।
বিভি/এজেড
মন্তব্য করুন: