শাহরুখের জওয়ান : ভোর ৫টার শোও হাউসফুল!

বৃহস্পতিবার মুক্তি পেল শাহরুখ খানের ছবি জওয়ান। কিং খানের ছবি মানেই কলকাতায় বাড়তি উন্মাদনা। তবে এবার যেন আবেগ ছাপিয়ে গেল সবকিছু। ‘জওয়ান’ দেখতে রাত জাগল কলকাতা। বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতায় হয় ‘জওয়ান’-এর প্রথম শো, সেই শোও হাউসফুল!
শাহরুখের ‘জবরা ফ্যান’ পুজা-তৃণা। এদিন ভোর পাঁচটা বাজার আগেই মিরাজ সিনেমা হলে হাজির তাঁরা। প্রিয় নায়কের ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে! পুজা জানালেন- ‘এই ছবিটা নিয়ে তারা খুব এক্সাইটেড। আমি নিশ্চিত এটা সুপার-ডুপার হিট হবে’।
আরেক দর্শক আশোকের কথায়, ‘শাহরুখের ছবি প্রথমদিন মিস করা যাবে না। শাহরুখ খান নামটাই উচ্চারণেই একটা আলাদা ভালো লাগা, ছোট থেকে আমি শাহরুখ ভক্ত। শাহরুখের জন্য ভোর-রাত যখন হোক আসতে পারি। এটাই তো ভালোবাসা’। কলকাতায় এসআরকে ফ্যানক্লাবের সদস্যরাও ছিলো হলে। তারা শাহরুখ ধ্বনিতে মুখরিত করে রাখে প্রেক্ষাগৃহ।
মন্তব্য করুন: