• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হলুদে বাঙালি বেশ, বিয়েতে পাকিস্তানি সাজ শিরিন শিলার

প্রকাশিত: ২৩:০১, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:১২, ১৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
হলুদে বাঙালি বেশ, বিয়েতে পাকিস্তানি সাজ শিরিন শিলার

হলুদে বাঙালি বেশ, বিয়েতে পাকিস্তানি সাজ শিরিন শিলার

দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা। প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকেই বেছে নিয়েছেন পাত্র হিসেবে।

ছবি- সংগৃহীত

শিলা-সাজিলের প্রেমটা ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। 

শিলার জীবনসঙ্গী আবিদুল মোহাইমিন সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। দুই পরিবারের আয়োজনে আকদ হয়েছে আগেই।

গায়ে হলুদের সময় বাঙালি বধূর বেশে সেজেছিলেন শিরিন শিলা।

বিয়েতে বাঙালিদের মতো শাড়ি নয়, বরং পাকিস্তানী মেয়েদের মতো ঘাগরা দেওয়া সালোয়ার কামিজ পরেছিলেন।
সাজিল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অন্যদিকে, শিলা ব্যস্ত নিজের কাজ নিয়ে। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

সাজিল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অন্যদিকে, শিলা ব্যস্ত নিজের কাজ নিয়ে। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

শিরিন শিলাকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: