• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলায় মত্ত তরুণী-বধূরা

প্রকাশিত: ২৩:৫৪, ৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলায় মত্ত তরুণী-বধূরা

দেখতে দেখতে বিদায় নিলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা দেবীর বিসর্জনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয় দশমী। ৫ দিনের উৎসবে ছিল তুমুল আনন্দ আর উচ্ছ্বাস। শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। কিশোরী-তরুণী-যুবতী ও বধূরাও নিয়েছেন এই আনন্দের স্বাদ।

চলুন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সিঁদুর খেলার কিছু ছবি দেখি-

ছবি: বিবিসি

ছবি: নিউজনেস্ট

ছবি: ট্যালেন্ট হাউজ

তারকারও মেতে ওঠেন সিঁদুর খেলায়। ছবি: জিনিউজ

সব বয়সীরা শুভ বিজয়ার দিনে মেতে ওঠেন সিঁদুর খেলায়: ছবি: টেলিগ্রাফ

কিশোরী-তরুণী সবার উচ্ছ্বাস থাকে বাধভাঙা। ছবি: প্রোকেরালা

রং মাখতে আজ নেই মানা: ছবি: নিউজ নেশন

বিভি/এজেড

মন্তব্য করুন: