• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এন্টার্কটিকার হিমশীতল পানিতে ঝাঁপ দেয়ার বিচিত্র ভঙ্গি

লেখা ও ছবি : মহুয়া রউফ

প্রকাশিত: ১৯:৫৫, ৯ মার্চ ২০২৩

আপডেট: ২০:০৩, ৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
এন্টার্কটিকার হিমশীতল পানিতে ঝাঁপ দেয়ার বিচিত্র ভঙ্গি

এন্টার্কটিকা অভিযাত্রার একটি মজার অপারেশন হলো হিমশীতল পানিতে ঝাঁপ দেয়া। অভিযাত্রার ভাষায় একে বলে পোলার প্ল্যাং (Polar Plunge)।

আমাদের অভিযাত্রী দলের সবচেয়ে ছোট রাশান বাচ্চা মেয়েটি সবাইকে রীতিমতো বাকরুদ্ধ করেছিল পানিতে ঝাঁপ দিয়ে (প্রথম ছবি)। এমন এক ব্যতিক্রমী ঢঙে সে পানিতে ঝাঁপ দেয়, অভিযানের সবচেয়ে ক্ষমতাধর ক্যামেরাটিও তার মুখমন্ডল ধারণ করতে পারেনি। এটিও আমাদের অবাক করেছে।

অন্য ছবিগুলো শেয়ার করেছি দেখানো জন্য এমন পরিস্থিতিতে মানুষের শারীরিক ভঙ্গি কেমন হয় তা পাঠকদের সঙ্গে শেয়ার করতে। 

 

মন্তব্য করুন: