বিজয় গাঁথা

অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিলো সাকিব আল হাসানের দল। টানা দুই জয়ে ঐতিহাসিক জয়ের মাইলফলক গড়লো টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতলো সাকিবাহিনী।
বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর এইদিনে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে মাত্র ১২ রানে ৪ উইকেট নেওয়া মিরাজ ব্যাট হাতে ১৬ বলে ২ ছক্কায় করেন ২০ রান।
আর প্রথম টি-টুয়েন্টির জয়ের নায়ক ও হাফ সেঞ্চুরিয়ান নাজমুল হাসান শান্ত আজ ৪৬ রানে অপরাজিত থাকেন।
তাসকিন আহমেদ মাত্র ৩টি বল খেলে দুই চারের সাহায্যে ৮ রান তুলে দলকে জয়ের বন্দরে নেন। ওদিকে অনবদ্য থাকেন শান্ত। তবে লিটন দাস (৯) ও রনি তালুকদার (৯) আজ ভালো কিছু করতে পারেননি। তৌহিদ হৃদয় ১৭ রান করে দলকে এগিয়ে নেন।
মন্তব্য করুন: