• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘প্রিয়তমা’র লুকে আবারও চমকে দিলেন শাকিব

প্রকাশিত: ১৯:৩৭, ২০ জুন ২০২৩

ফন্ট সাইজ
‘প্রিয়তমা’র লুকে আবারও চমকে দিলেন শাকিব

ঘোষণাটি গতকাল সোমবার এসেছিল। শুধু বলা হয়েছিল, ‘আগামীকাল মঙ্গলবার ৬টা । সঙ্গে থাকুন।’ সুপারস্টার শাকিব খানের ফেসবুক থেকে এমন ঘোষণায় অনুরাগীরা বুঝে নিয়েছিলেন ‘প্রিয়তমা’ সিনেমার নতুন কোনো চমক আসছে। কিন্তু সে চমক যে এতটা হবে তা চিন্তার বাইরে ছিল সবার।

ফাস্টলুক

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা বাজার আগেই শাকিবের ফেসবুকে প্রকাশ করা হয় ‘প্রিয়তমা’র থার্ডলুক। কিন্তু সেখানে শাকিব কই? এ তো দীর্ঘ শুভ্র চুল-দাড়ি সম্বলিত এক বৃদ্ধ। পরনে ময়লা পোশাক। চোখে মুখে বিষণ্ণতা, হতাশার ছাপ। মুখের বলিরেখায় স্পষ্ট বয়স আশির কম হবে না। ছবিটি দেখতে দেখতে অনেকেই যখন তাকে চিনতে ব্যর্থ তখন অনুরাগীরা রীতিমতো মতো হইচই শুরু করে দিয়েছেন। কেননা, এ তো তাদেরই প্রিয় শাকিব।

সেকেন্ড লূক


‘প্রিয়তমা’ র থার্ডলুকে শাকিব চমকে দেবেন অনেকের ধারণা ছিল। কিন্তু পরিমাণ যে এতটা হবে কেউ ভাবেননি। নির্মাতা হিমেল আশরাফ বলেছিলেন, ‘এ ছবিতে যে শাকিবকে দেখা যাবে সে শাকিবকে আগে কেউ দেখেননি।’ এবার যেন আর কথা সত্যি প্রমাণিত হলো। থার্ডলুকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আছি তোমারই অপেক্ষায় . . .।’

থার্ডলুক

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে ছবিটি।

মন্তব্য করুন: