• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে: আমীর খসরু

প্রকাশিত: ১৭:৪০, ১৯ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে কিন্তু বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতোই ভোট চুরির ষড়যন্ত্র করুক এবার আর তার সুযোগ নেই। 

ভোট চুরি করার লক্ষ্যে পুলিশ, ডিসিসহ প্রশাসনের লোকজনের যতোই রদ বদল করা হোক না কেন এবার আর ভোট চুরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। 

বুধবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রামে সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত পদযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, বিএনপির সাথে জনগণ আছে তাই বিএনপির সহিংস হবার প্রয়োজন নেই। আওয়ামী লীগের সাথে জনগণের সমর্থন নেই বলেই তারা সহিংস। শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ, সারাবিশ্বের গণতন্ত্রকামী সংস্থা বিএনপির সাথে আছে। 

আমীর খসরু বলেন, বার্তা খুবই পরিষ্কার, এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে। 

পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: