ছাত্ররাজনীতির বিরুদ্ধে শপথ বুয়েট শিক্ষার্থীদের
র্দীঘদিন শান্ত থাকা বুয়েট ক্যাম্পাস ফের ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব। সুনামগঞ্জ হাওরে ঘুরতে গিয়ে সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয় বুয়েটের ২৪ শিক্ষার্থী। গ্রেফতারকৃতরা ক্যাম্পাসে রাজনীতির চর্চা করছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা।
বুয়েট শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকান্ড সামনে আসায় তার প্রতিবাদ জানাতে এক হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
এরপর অডিটোরিয়মের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বুয়েট ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ও মৌলবাদ কখনোই গ্রহণযোগ্য হবে না।
এদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় অভিযুক্ত আশিকুল ইসলাম ক্লাসে ফেরায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ছাত্ররাজনীতির ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে শিক্ষার্থীরা সোচ্চার হন। পরে বুয়েট ক্যাম্পাসে ২০১৯ সালে ছাত্ররাজনীতি বন্ধে বাধ্য হন প্রশাসন।
মন্তব্য করুন: