শেখ হাসিনার অধীনে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে জনগণ ভোট দেবে: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে এদেশের জনগণ ভোট দেবে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেছেন তিনি।
আর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, দুই সিটি করপোরেশনের মেয়রদের জবাবদিহিতা নেই বলেই রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর শনিরআখড়া, জুরাইন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি নেতারা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর নেতৃত্বে জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরেন তিনি। এসময় তিনি বলেন, সরকারে মেয়র, কাউন্সিলরদের জবাবদিহিতা নেই। জনগণের পাশে নেই তারা।
এরপর জুরাইন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতা কর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম বলেন, ভোটের অধিকার আদায়ে এই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সমালোচনা করেন। বলেন, এক দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। লিফলেট বিতরণ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: