• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাভারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের সভা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সাভারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের বনগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) আয়োজিত উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার থানা যুবদলের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক   সাদ্দাম হোসেন, যুবদল নেতা মাহবুব হোসেন গিয়াস, আক্তার হোসেন ও দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। 

সভায় সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লা এবং সঞ্চালনায় করেন যুবদল নেতা ইমরান মোল্লা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: