• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো মানুষদের ধন্যবাদ জানালেন তারেক রহমান  

প্রকাশিত: ১৯:২৮, ৭ মে ২০২৫

আপডেট: ১৯:২৯, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো মানুষদের ধন্যবাদ জানালেন তারেক রহমান  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের ঢল নামে। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২ এ নিজ বাসভবন ফিরোজা পর্যন্ত সড়ক মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান বেগম জিয়াকে।

তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির যে সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিভি/টিটি

মন্তব্য করুন: