• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও দশজন আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গায় এ সংঘর্ষ হয়। এতে ১জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান ও অপর আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংর্ঘষে ১০/১১জন আহত হয়।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হুমায়ূন গ্রুপের  নিজাম সরকার নামের একজন নিহত হয়। নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সে হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা যায়। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বিভি/এসএমপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2