জাতীয় বিশ্ববিদ্যালয়েও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খোলার আহ্বান ছাত্রলীগ সভাপতি সাদ্দামের
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে অসংখ্য তরুণ-তরূণী পড়ালেখা করে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো, জাতীয় বিশ্ববিদ্যালয়েও যেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো খোলা হয় এবং সেখানেও বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ তৈরি করে দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের ৪র্থ বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন সাদ্দাম।
সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমান সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে সাদ্দাম তার বক্তব্যে বলেন, বরাদ্দ দেওয়ার জন্য শুধু ঢাকা কেন্দ্রীক বিশ্ববিদ্যালয়গুলো নয়; বুয়েটে যে-ধরনের সুযোগ-সুবিধা দেওয়া, সেগুলো যেন সকল বিশ্ববিদ্যালয়কেই দেওয়া হয়—আমরা সেই আহ্বান করছি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্রকে শুধু ভোটাধিকার ও একদিনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখেন না—সেটির প্রমাণ তিনি আশ্রয়ণ প্রকল্পের মধ্য দিয়ে রাখেন। সেটির প্রমাণ সকল স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে আসার মধ্যে রাখেন। সেটির সবথেকে বড় প্রমাণ বিশ্বের ১০টি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। এসডিজি অর্জনের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইসফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ কনক। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক তানান।
বিভি/রিসি
মন্তব্য করুন: