• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে শহীদ মিনারে প্রস্তুত ‘আপ বাংলাদেশ’র মঞ্চ

প্রকাশিত: ১৫:৫৪, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে শহীদ মিনারে প্রস্তুত ‘আপ বাংলাদেশ’র মঞ্চ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ না দেওয়া তরুণদের আরেকটি দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে আগেই। ঘটেছে। আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করবে দলটি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে 'আপ বাংলাদেশ' - প্ল্যাটফর্মের আত্মপ্রকাশে আসতে শুরু করেছে জুলাই যোদ্ধারা। এই ঘোষণা ঘিরে শহীদ মিনারে প্রস্তুত হয়েছে মঞ্চ। আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

জান দিবো তবুও জুলাই দিবো না কভু..

এর আগে গত ১০ এপ্রিল প্রেস বিজ্ঞপ্তি ও নিজের ফেসবুকে একটি পোস্ট করে এই দলের নাম প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ। তিনি ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান উদ্যোক্তাও।

ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি "ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)"।  জুলাইয়ের আকাঙ্খা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবীতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।

দলের লক্ষ্য সম্পর্কে জুনায়েদ জানান, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা। 

সাজানো হয়েছে নানা রঙের ব্যানার পোস্টর

নিজেদের অঙ্গীকার নিয়ে দলের উদ্যোক্তা জানান, রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই।৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়--- ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। 

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদি এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন জাতীয় রাজনৈতিক দলে না থাকার ঘোষণা দিয়েছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: