৫ আগস্টের ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয়: ডা. জাহিদ হোসেন

ছবি: ডা. এ জেড এম জাহিদ হোসেন
৫ আগস্টের ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয়, সে বিষয়ে সবার প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সকালে (৯ মে) জাতীয় প্রেসক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিষয়ক এক আলোচনায় এ আহবান জানান।
সরকার সংশ্লিষ্টদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এসব পছন্দ করছে না। সময় ক্ষেপণ কমিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে জনগণের মধ্যে সব ধরনের সংশয় কমে যাবে।
সভায় ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের দাবি জানান তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: