পাল্টিপাল্টি নয়, নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি করবে আ. লীগ: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন-কোনো পাল্টিপাল্টি নয়, নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর দলের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এতে দলের পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়।
২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সমাবেশ, ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জ এবং ২৭ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে সমাবেশ কর্মসূচি সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া ঈদে মিলাদুন্নবী এবং দলীয় প্রধান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ।
এদিকে, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে। বুধবার দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনন্সিটিউটের চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এবার প্রশাসন অনেক সতর্ক বলেও জানান কৃষিমন্ত্রী
বিভি/রিসি
মন্তব্য করুন: