• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৯:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন তিনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৫) সন্ধ্যা ৬ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরের সিআইপি গেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ওবায়দুল কাদের। 

এর আগে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: