আ.লীগ-জাপা-১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে সোমবার ইসির কাছে যাবে গণঅধিকার পরিষদ

জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ দাবি নিয়ে হাজির হবে দলটির নেতা-কর্মীরা।
রবিবার (১১ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি লিখেন, 'আগামীকাল সোমবার সকাল ১১:৩০ টায় আগারগাঁও নির্বাচন কমিশনারের কাছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবি জানাবে গণঅধিকার পরিষদ।'
এর চার ঘণ্টা আগে নিষিদ্ধের দাবি জানিয়ে আবু হানিফ লিখেন, 'আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জি এম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদের।'
প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর মধ্যে রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: