• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ. লীগ নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র: উপদেষ্টাদের সিদ্ধান্তের পর জুলাই ঐক্যের নতুন কর্মসূচি

প্রকাশিত: ২৩:০১, ১১ মে ২০২৫

আপডেট: ২৩:০৩, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
আ. লীগ নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র: উপদেষ্টাদের সিদ্ধান্তের পর জুলাই ঐক্যের নতুন কর্মসূচি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে উপদেষ্টাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ৮০ সংগঠনের প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। সোমবার (১২ মে) জুলাইয়ের পরিপত্র জারির কথা রয়েছে, সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করবে প্ল্যাটফর্মটির নেতা-কর্মীরা। 

রবিবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা। 

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

‘জুলাই ঐক্য’র পরবর্তী কর্মসূচি জানাতে গিয়ে এবি জুবায়ের বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসররা লুকিয়ে আছে। তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ধারাটি বদলে এর কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমরা আবারও দাবি জানিয়েছি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার।

বিভি/টিটি

মন্তব্য করুন: