কথা রাখলেন মাদানী, আ. লীগ নিষিদ্ধের খুশিতে খাওয়ালেন গরু জবাই করে

আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে গরু জবাই করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেলেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এলাকাবাসীকে গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন তিনি।
রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে নিজ এলাকা পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করেন তিনি।
এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর খুশিতে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে খাওয়ানোর।
শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা শুনে ফেসবুক পেজে লিখেন- '৫ মে রাতে নিরীহ হেফাজতকর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করেছিল।
সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।'
বিভি/টিটি
মন্তব্য করুন: