• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ১৯:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধু আমাদের দেশে ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত। তিনি বেঁচে না থাকলে আজকে যে আনন্দমুখর পরিবেশে নৌকা বাইচ শুরু হলো তা থাকত না। তিনি সোনার বাংলা বিনির্মানের পথ প্রশস্ত করেছেন। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন।

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে পাবনার ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। এ সময় তিনি সপ্তাহব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা তাঁর ৫৫ বছরের জীবনের ১৪ বছর কারাগারের অন্তরালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাদের স্বাধীনতা এনে দিয়ে গিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা অর্জনের উৎসবকে ম্লান করে দিয়েছিল। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ধীরে ধীরে তা আবার জাগ্রত করেছেন।  

মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী । মহান এই নেত্রীর জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতি বছর কৃষক বিনোদন ও নৌকা বাইচের আয়োজন করে থাকি। নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।

সাথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাবনা জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান এবং পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী উপস্থিত ছিলেন। এছাড়া পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: