খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রায় সব জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া হয়েছে।
শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এদিকে, দোয়া মাহফিল করে গাজীপুরের কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি। কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে এই দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ অন্যরা
মানিকগঞ্জেও বেগম খালেদা জিয়ার সুস্থার জন্য দোয়া মাহফিল হয়েছে। শহরের সেওতা মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিল হয়। কুড়িগ্রামে দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিল করে জেলা বিএনপি। এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। আমিন মোক্তার পাড়াস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত বাদ জুম্মা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: