কর্মীদের যে আহ্বান জানালেন মির্জা আব্বাস

ফাইল ছবি
কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, সামনে এমন কর্মসূচি আসবে যাতে এই অবৈধ সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে যাত্রাবাড়ীতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গত ১৫ বছরে অনেক কষ্ট সহ্য করেছি। এই জুলুম আর সইতে পারব না। জুলুমবাজ, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রূখে দাঁড়িয়েছি। এই সরকারের পতনের লক্ষ্যে সারাদেশ ফুঁসে ওঠেছে।
তিনি বলেন, আজকের সমাবেশে জনতার যে ঝড় ওঠেছে তা যদি শহর ও সচিবালয়ের দিকে রওনা দেয় তাহলে এ সরকার কি টিকে থাকতে পারবে? কেউ পারবে না।
বিএনপির এই নেতা বলেন, সরকার পোড়ামাটির নীতি অবলম্বন করছে। দেশের মানুষ পুড়ে ছারখার হয়ে গেলেও তাদের কিছু আছে যায় না। এরা গুম, খুন, জেল ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
মির্জা আব্বাস বলেন, এই সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। অথচ, এখনও তাদের ক্ষমতার লোভ যায় না। দেশের মানুষ সরকারকে না বলে দিয়েছে তারপরও তারা ক্ষমতা আঁকড়ে ধরে আছে। কিন্তু তাদের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, বিএনপি কাউকে হত্যা, চাকরি খাওয়া বা প্রধানমন্ত্রী বানানো জন্য আন্দোলন করে না। কেউ অন্যায় করলে প্রচলিত আাইনে বিচার হবে, যেমনটা এডিসি হারুনের বিরুদ্ধে হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব কিছুর দাম বেড়েছে। দাম কমেছে মানুষের। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, অথচ সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। জনগণের প্রতি এই সরকারের কোনো মায়া-মমতা নেই।
মির্জা আব্বাস বলেন, ১৯৭৪ সালে যেভাবে চারটি বাদে সব গণমাধ্যম নিষিদ্ধ করেছিলো, আজ একই কায়দায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে। এরা আবার ক্ষমতায় আসলে সকল গণমাধ্যম বন্ধ করে দিবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: