• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফাইনাল খেলার আগেই বিএনপি খেলোয়াড়রা অন্য দলে যোগ দিবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২০:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফাইনাল খেলার আগেই বিএনপি খেলোয়াড়রা অন্য দলে যোগ দিবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফাইনাল খেলার আগেই বিএনপি দেখতে পাবে তাদের দলের খেলোয়াড়রা অন্য দলে যোগ দিয়েছে। শনিবার (২৩ সেপ্টম্বের) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জনগণের উপর বিএনপির কোনো ভরসা নেই তাই তারা এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। মন্ত্রী মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানিয়ে বলেন, যে বা যারা সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হবে তারাই এর আওতায় আসবে। তাই সরকার কিংবা আওয়ামী লীগ এ নিয়ে কোনো চাপ অনুভব করছে না। তবে এতে বিএনপির উপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। 

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম সহ অন্যান্যরা ।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: