ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাংবাদিক পেটানোর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে কোনো কারণ না জানিয়েছে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাকার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
মারপিটের শিকার সাংবাদিক মোশাররফ শাহ গণমাধ্যমকে জানান, ‘রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে যাওয়ার পথে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানব বিদ্যা অনুষদের সামনে তাকে মারধর করা হয়। ওই সময় ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী প্রথমে পেছন থেকে ধাক্কা দেন। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তা চেক করেন এবং নিশ্চিত হওয়ার পর তারা আমাকে এলোপাতারিভাবে কপালে, মুখে কিলঘুষি এবং বুকে লাথি দিতে থাকে। এ সময় তাদের হাতে থাকা স্ট্যাম্প ও লাঠি দিয়ে মারতে থাকে এবং ছাত্রলীগের বিরুদ্ধে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে যেন আর সংবাদ না প্রকাশ করা না হয় সেই হুমকি দেন।’
বিভি/এইচএস
মন্তব্য করুন: