• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২৩:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোন অপতৎপরতা জনগণ প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে একথা জানান ওবায়দুল কাদের। 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ। জনগণের ওপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে।  কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে কোনো প্রভাব রাখতে পারবে না। জনগণের মতামতের ওপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে। 

বিএনপি চেয়ারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতারা রাজনীতি করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়ার নিজ বাসায় বসবাস ও পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারার কারণে বিএনপি নেতাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলেও ওবায়দুল কাদের মন্তব্য করেছেন।  

বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: