নিজের ভিসানীতিতে পড়ার কথা জানিয়ে রাঙ্গা বললেন, ‘এটা দেশের জন্য ভালো’

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়া দোষীদের বিরুদ্ধে ভিসানীতি কার্যকর শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে এই ভিসানীতি কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানান তালিকা। এই তালিকা নির্ভরযোগ্য না হলেও যেখানে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির বেশ কিছু নেতা রয়েছেন বলেও অনেকে তুলে ধরছেন। এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা নিজেই বললেন, তিনি ভিসানীতির আওতায় পড়েছেন বলে জেনেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় দৈনিক মানবজমিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। সন্ধ্যায় প্রতিবেদনটি মানবজমিনের ওয়েব ভার্ষণে প্রকাশ করা হয়েছে।
মানবজমিনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, তিনি এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন বলে তথ্য পেয়েছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি।
ভিসানীতির বিষয়ে তিনি বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। আমার দেশে যদি কাউকে আসতে না দেই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো। আমি এটাকে ভালোই বলছি।
আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে রাঙ্গা বলেন, এটাতে প্রভাব পড়ার কোন সুযোগ নেই, কারণ নেই।
বিভি/কেএস
মন্তব্য করুন: