• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:৪০, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেওয়ায় সিদ্ধান্তের আগে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রয়োজন ছিলো। সংস্কারে সময় লাগলে ততদিন ফ্যাসিবাদী আমলারাই দেশ চালাবেন কী না, এমন প্রশ্নও রাখেন মির্জা ফখরুল। 

সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে এ জে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা। 

আলোচনার শুরুতে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে এজে মোহাম্মদ আলীর অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। 

সীমান্তের ওপারে যাদের সাথে প্রয়োজন তাদের সাথে কথা বলতে পারলেও দেশের মানুষের সাথে কথা বলতে আপত্তি কোথায়-এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

এ সময় শুধু বিচার বিভাগ থেকে সরানোই নয়, ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার কথা বলেন বিএনপি নেতারা। পরে এ জে মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: