• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আসছে আন্দোলনের ডাক, প্রস্তুতি নিন: ঢাকাবাসিকে ইঞ্জিনিয়ার ইশরাক

প্রকাশিত: ২১:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আসছে আন্দোলনের ডাক, প্রস্তুতি নিন: ঢাকাবাসিকে ইঞ্জিনিয়ার ইশরাক

ছবি: সমাবেশে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

সরকার পতনে এবার অন্য কৌশলে ঢাকাবাসিকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে ঢাকাবাসীর প্রতি এই আহবান জানান তিনি।

এসময় তিনি ঢাকাবাসীকে উদ্দেশ করে বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকার ভেতরে আন্দোলন গড়ে তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সারা দেশে যা কিছুই হোক না কেন এই সরকারের পতন ঘটবেনা। আমরা যারা ঢাকায় বসবাস করি বা ঢাকায় রাজনীতি করি, তারা এবার প্রস্তুতি নিন। আবারো আন্দোলনের ডাক আসবে, এবার আমরা দেখিয়ে দেবো। আমরা আর খালি হাতে নামবোনা। আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ্।

ইশরাক বলেন, এই সরকার নিজেদের রাজ পরিবার ভাবা শুরু করেছে। তারা যা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আর আমাদের রাষ্ট্রীয় কোষাগারকে তারা তাদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছে। সেখান থেকে আমাদের ডলারগুলো বিদেশে পাচার করে দেয়ায় মুদ্রাস্ফীতির ফলে আজকে আমাদের সব জিনিসের দাম বেড়ে গেছে। সেই প্রভাব জনগণের উপরেই পড়েছে। 

দেশের সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে আছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সব কথার শেষ কথা- এই সরকার আর নয়। এদের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষমতা থেকে নামাতে হবে। আওয়ামী লীগ ভালো কথা শোনার মানুষ না। এরা কোন আপসে আসবেনা। আওয়ামী লীগ এক টেবিলে বসে আলোচনা করে অতীতেও কোন সমাধানে আসেনি আগামীতেও কোন সমাধানের সম্ভাবনা নেই। অতএব, আজকে দেশনেত্রীকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলন গড়ে উঠেছে। ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। 

২০২০ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী বলেন, সেই নির্বাচনে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রধানমন্ত্রীর ভাতিজা কোটায় এক অবৈধ ব্যক্তিকে মেয়রের চেয়ারে বসানো হয়েছে। আমি তাকে মেয়র বলবোনা। ডেংগু মহামারির সময় যখন প্রতিদিন ২০ থেকে ২৫ লোক মারা যাচ্ছেন, তখন বিদেশে পরিবারসহ প্রমোদ ভ্রমণে ব্যস্ত ছিলেন।মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়ে তার মাথা ব্যাথা নেই। অথচ একটা প্রোগ্রামে গিয়ে বললেন, সে নাকি আমাদের মহাসচিবকে ঢাকায় ঢুকতে দেবেনা! 

ইশরাক বলেন, এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি নয়। এই ঢাকা শহর সবার। এখানে যারা আছেন ঢাকা শহর তাদের সবার, ছোট-বড়, গরীব-বড় লোক ঢাকা শহরে সমান অধিকার। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকেই সমানভাবে সৃষ্টি করেছেন। একাত্তরে দেশ স্বাধীন হয়েছে একটি মূল মন্ত্রকে সামনে নিয়ে; সেটি হলো- সকলের সমান অধিকার থাকবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মহাসচিবের দেয়া আল্টিমেটাম উল্লেখ করে বিএনপির তরুণ এই নেতা বলেন, বেঁধে দেয়া ৪৮ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও এখনো সরকারের কোন সাড়া নেই। আজ শুধু আমাদের নেত্রী বন্দি নয়, আজকে সারাদেশ এবং গণতন্ত্র বন্দি। বাংলাদেশের জনগণ বন্দি। বাংলাদেশের আপামর জনগণকে এই সরকার বন্দি করে রেখেছে।

বন্দি নেতাকর্মীদের উদ্দেশ করে  তিনি বলেন, আজ এই সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ করে বলতে চাই, আপনারা ধৈর্য হারাবেন না। অচিরেই বিজয় মিছিল নিয়ে কেরানিগঞ্জের জেলখানার মুল ফটকে হাজির হয়ে আপনাদের মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। 

সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতার বক্তব্য রাখেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: