• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তা’মিরুল মিল্লাতসহ ১২ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দিচ্ছে ছাত্রলীগ

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৩:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তা’মিরুল মিল্লাতসহ ১২ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দিচ্ছে ছাত্রলীগ

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামায়াত-শিবিরপন্থিদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ ঢাকা মহানগর দক্ষিণ এলাকার ১০টি কলেজ ও ২টি মাদ্রাসায় কমিটি দিতে যাচ্ছে ছাত্রলীগ। এইসব প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতৃত্বে আসতে আগ্রহীদের কাছ থেকে সিভি আহ্বান করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।     

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বদ্ধপরিকর। সেজন্য এর আওতাধীন ১০টি কলেজ ও ২টি মাদ্রাসার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কলেজগুলো হলো- ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, ডেমরা ; হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ, কামরাঙ্গীচর; শেখ বোরহান উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চকবাজার; হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ, চকবাজার; মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, শাহজাহানপুর; ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি; ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, ধানমন্ডি; আইডিয়াল কলেজ, ধানমন্ডি; ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া এবং ঢাকা মহানগর মহিলা কলেজ, সূত্রাপুর।

মাদ্রাসা দুটি হলো- টি অ্যান্ড টি মাদরাসা, মতিঝিল ও তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, শ্যামপুর।

বিভি/কেএস

মন্তব্য করুন: